সান্দুরিয়ায় আলেয়া খাতুন এর নিকট জিম্মি তার প্রতিবেশিরা।


সান্দুরিয়ায় আলেয়ার নির্মম অত্যাচারে অতিষ্ঠ চারপাশের প্রতিবেশিরা।
স্টাফ রিপোর্টার: (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি) : সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৩নং সগুনা ইউনিয়নের অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ডের সান্দুরিয়া গ্রামের আলেয়া খাতুনের অত্যাচারে অতিষ্ঠ তার চার পাশের প্রতিবেশিগন।অভিযুক্তু আলেয়া খাতুনের স্বামীর নাম মোঃমকুল হোসেন মোল্লা এবং তার পিতার নাম মরহুম আকবর হোসেন,সান্দুরিয়া,তাড়াশ,সিরাজগঞ্জ।সুত্রমতে জানাযায়,আলেয়া খাতুন দীর্ঘদিন ধরেই কারনে-অকারনে তার চার পাশের প্রতিবেশিদের সঙ্গে অসদাচরণের পাশাপাশি অকৈথ্য,অসামাজিক এবং ঘৃণ্য ভাষায় গালাগালি করে আসছেন।সান্দুরিয়া গ্রামে সরজমিন রিপোর্ট সংগ্রহ করতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন একাধিক প্রধান মাতবর এবং তার চার পাশের প্রতিবেশিগন দৈনিক সমকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টারকে জানিয়েছেন,অভিযুক্ত আলেয়া আইন,আদালত,বিচার,শালিস,প্রধান,মাতবর কাইকেই পরোয়া করেন না।এমনকি তার স্বামীও তার অত্যাচার এং নির্যাতনের স্বীকার,এমনও অভিযোগ করেছেন অনেকেই ।সান্দুরিয়া গ্রামের বেশ কয়েকজন প্রধান জানিয়েছেন অভিযুক্ত আলেয়া খাতুন ইতিপূর্বে তার চারপাশের একাধিক সম্মানিত ব্যক্তিবর্গকে বেপরোয়া ভাবে মারপিট করেছেন এবং ধারালো অস্ত্র দ্বারা রক্তাক্ত করেছেন এবং গ্রাম্য বিচার-শালিশের মাধ্যমে জরিমানা দিয়েছেন।জানাগেছে,ইতিপূর্বে তার নিরীহ প্রতিবেশি মোছাঃরন্জু খাতুন,স্বামী মোঃ জুয়েল রানা কে অবৈধ ভাবে মারপিট করে যখম করার কারনে গ্রাম্য শালিসে ১৫০০০/পনের হাজার টাকা জরিমানা দেন এবং ভবিষ্যতে আর এমন অবৈধ ভাবে কোন নিরিহ প্রতিবেশিকে আহত করবেন না বলে প্রতিশ্রুতি প্রদান করেন। তার কিছুদিন পরেই সান্দুরিয়া গ্রামের মরহুম আবজাল মেম্বার এর ভাতিজা মরহুম কামাল হোসেন কে বেপরোয়া ভাবে মারপিট করেন এবং গ্রাম্য শালিসের মাধ্যমে ১৫০০/এক হাজার পাঁচশত টাকা জরিমানা প্রদান করেন।সান্দুরিয়া গ্রামে বসবাস কারী অভিযুক্ত আলেয়ার প্রতিবেশিরা একজোটবদ্ধ ভাবে দৈনিক সমকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধিকে জানিয়েছেন,আলেয়ার বিরুদ্ধে শতশত অভিযোগ আছে,তিনি কখনোই কাউকে পরোয়া করেন না।তারা আরো বলেন,যে কোন প্রতিবেশির সঙ্গে সাধারণ ঝগড়াঝাটি শুরু হলেই ধারালো অস্ত্র যেমন,লম্বা হাসুয়া,দা,বটি,লাঠি,শোটা নিয়ে ঝাপিয়ে পড়ে।নির্সুভরসুত্রে জানাগেছে,তাদের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মামলাও রয়েছে।সান্দুরিয়া গ্রামের সচেতন মহল বলেছেন,এই অভিযুক্ত আলেয়া খাতুন এর পিছনে একটি মহল ওতোপ্রোতো ভাবে জড়িত আছে।যাদের ক্ষমতায় বেপরোয়া জীবন যাপন করে যাচ্ছে অভিযুক্ত আলেয়া খাতুন।তারা উক্ত নির্যাতনের স্বীকার প্রতিবেশিদেরকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন।গ্রামবাসীগন বলেছেন,আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অভিযুক্ত আলেয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করুন।আইনের মাধ্যমেই তার শক্তি দাতা গডফাদারগন চিহ্নিত হবে বলে আশ্বাস দিয়েছেন।অভিযুক্ত বেপরোয়া আলেয়া খাতুনের হাতে নির্যাতিত কামাল হোসেন তার নির্মম আঘাতের অপমানে ধিরে ধরে হতাশায় ও মান-সম্মানের লজ্জায় এক সময় সে অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢোলে পড়েন।সান্দুরিয়া গ্রামের অভিযুক্ত মোছাঃ আলেয়া খাতুনের বেপরোয়া অত্যাচারে অতিষ্ঠ তার চার পাশের শিক্ষিত প্রতিবেশিরা একটু সম্মানের সাথে শান্তিতে এবং সুস্থ পরিবেশে সামাজিক জীবন যাপন করতে চায়।তার চারপাশের বসবাসকারী মানুষেরা আইনের প্রতি ভীষণ শ্রদ্ধা জানিয়ে তার এহেন অত্যাচারের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অপরাধের উপযুক্ত বিচারের মাধ্যমে তার শাস্তির দাবি জানিয়েছেন।