তাড়াশে ইসলাম পরিবহনের বিলাসবহুল কোচের উদ্বোধন


সিরাজগঞ্জের তাড়াশে ঢাকা এবং বগুড়া যাতায়াতের যাত্রিদের জন্য উদ্বোধন করা হলো ইসলাম পরিবহনের দুটি বিলাসবহুল চেয়ার কোচ বাস। আজ সোমবার তাড়াশ উপজেলা রোডে অবস্থিত জাহান ট্রাভেলস এ্যান্ড ভিসা অফিস রুমে টিকিট প্রাপ্তির কাউন্টার ও বাস চলাচলের শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভার নবাগত মেয়র মোঃ আব্দুর রাজ্জাক। এসময়ে আরো উপস্থিত ছিলেন, ইসলাম পরিবহনের মালিক মোঃ নুরুল ইসলাম, কাউন্টার ইনচার্জ মান্নান সরকার, সার্বিক তত্বাবধায়ক রফিকুল ইসলাম হাসান খান,যুবলীগ নেতা মতিন সরকার ও আখতারুজ্জামান সহ প্রমুখ। উদ্বোধন পরবর্তী বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ বেলাল হোসেন। উল্লেখ্য, ইসলাম পরিবহনের বিলাসবহুল চেয়ার কোচ বাস দুটি নিয়মিত ভাবে চলাচল করবে, প্রতিদিন তাড়াশ থেকে সকাল ৮:৪০ ঘটিকায় ছেড়ে যাবে ঢাকা টেকনিক্যালের উদ্দেশ্যে, অপরদিকে ঢাকা টেকনিক্যাল থেকে বেলা ২:৪০ঘটিকায় তাড়াশের উদ্দেশ্য রওনা দিবেন। অপর গাড়ীটি তাড়াশ থেকে সকাল ৯:০০ঘটিকায় বগুড়ার উদ্দেশ্য রওনা দিবেন, অপরদিকে বগুড়া থেকে বেলা ২:৩০ ঘটিকায় তাড়াশের উদ্দেশ্য রওনা দিবেন।