তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার উন্নয়ন স্বার্থে তাড়াশ পৌরসভার আওতাধীন তাড়াশ বাজার এর অবৈধ সকল স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন সচেতন মহল ,সু্ত্রমতে জানাগেছে যে,তাড়াশের ততকালীন জমিদার এবং রাজা রায় বাহাদুর এর সকল সম্পত্তি একটি মহল বিভিন্ন সময়ে জালদলিল তৈরির মাধ্যমে সম্পত্তির মালিক বনে গেছেন।একটি সুত্রমতে জানাগেছে,তাড়াশে একটি চক্র আছে যারা ততকালীন জমিদার ফেলে রেখে যায় জমিদারী খাজনার রশিদ সংগ্রহ করে তাতে মুল্যবান জায়গার দাগ,খতিয়ান,বসিয়ে হুবহু ততকালীন জমিদার অফিসিয়াল সহি স্বাক্ষর নকল করে অনেক জায়গা ভোগদখল করিতেছেন। নামপরিচয় প্রকাশে একাধিক সচেতন মহল বলেছেন যে,তাড়াশ বাজার একসময় ফুটবল খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হয়েছে। ততকালীন সময়ে অত্র জায়গার কোন মালিকানা ছিলো না। এরশাদের রাজত্ব কালিন সময়ে সেখানে সরকারি ৮ চালা তৈরি করা হয়েছিল।পরবর্তী বিএনপি সরকারের সময়কালে দলীয় প্রভাব দেখিয়ে একটি মহল তাড়াশের আনাচে- কানাচে বহু সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করেন এবং ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে প্রকৃত মালিক বলে দাবি করেন।পরিবর্তন দেখাদেয় পরবর্তী সময়ে যখন আওয়ামীলীগ ক্ষমতায় আসেন তখনি শুরু হয়ে যায় ক্ষমতার অপব্যবহার। তাড়াশের বেড়িবাঁধ,হাসপাতাল,টিএনটি সহ বিভিন্ন  সরকারি পুকুর ভরাট করার মাধ্যমে দখলদারত্বের মহোৎসব শুরু হয়ে যায়। কেউ কেউ বিভিন্ন এনজিওর নাম ব্যবহার করেও ততকালীন সরকারি সম্পত্তির মালিক হয়ে যান।সিরাজগঞ্জের জেলা ভুমি অফিস এবং তাড়াশ উপজেলা ভুমি অফিস এর অনেক কর্মকর্তা যোগসাজশে উক্ত সম্পত্তির অবৈধ মালিক হয়ে যান বেশকিছু সুবিধা ভোগী রাজনৈতিক অঙ্গনের ছত্রছায়ায় থাকা কিছু লোকজন। তাড়াশ পৌরসভার উন্নয়ন মাননীয় মেয়র মহোদয় এর মাধ্যমে উক্ত সরকারি সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন সচেতন মহল। সাধারণ জনগণ বাংলাদেশের মমতাময়ী মাতা সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধুর তনয়া ডিজিটাল বাংলাদেশ এর রুপকার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর দেশরত্ন শেখ হাসিনার সরকারের ভূমি মন্ত্রনালয়ের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।