ফেসবুক পেজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে,ক্যামেরা বাজার স্টোর এর বিরুদ্ধে। প্রসাশনের হস্তক্ষেপ কামনা সচেতন মহলের।সাধারণ জনগণের জন্য জানানো যাচ্ছে যে,বর্তমানে DSLR Camera Bazar Store নামে একটি প্রতারক চক্র অভিনব কৌশলে বাংলাদেশের তরুন ছাত্র সমাজ,চাকুরী জীবি,শিক্ষক, সাংবাদিক সহ সাধারন মানুষের নিকট থেকে ফেসবুক পেজের নামে অনলাইনে বিভিন্ন আকর্ষনীয় আধুনিক ক্যামেরা দেখিয়ে তাহা সর্বোচ্চ ৬৫% ডিসকাউন্ট দেওয়ার কথা বলে অনলাইনে উক্ত ক্যামেরা পৌঁছিয়ে দেওয়ার নামে ০১৬১৮২৭৪২৩৩ এই নাম্বারে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিকাশে গ্রহন করেন এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী ক্যামেরা না দিয়ে প্রতারনা করে আসছে।দৈনিক জাতির সময় পত্রিকা মাধ্যমে দেশবাসীকে সচেতন করতে চায় যে,অনলাইনে কোন কিছু ক্রয় করার পূর্বে বিস্তারিত জেনে শুনে, দেখে,চেক করে নিবেন,তবে ক্যাশ অন ডেলিভারি ছাড়া কোন কিছুই গ্রহন করা ঠিক নয়। যদি সামান্য টাকাও এ্যাডভান্স চায় তাহলে বুঝে নিতে হবে কিছু ঘাপলা আছে।দৈনিক জাতির সময় এর পক্ষে মোঃ রবিউল করিম রনি বলেন,আমি একজন সুনাগরিক হিসাবে বাংলাদেশ এর সকল পর্যায়ের মহান দায়িত্বে নিয়োজিত সকল সুদক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট বিনীত ভাবে সবিনয় নিবেদন করছি যে,উক্ত চক্র টিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলে সাধারণ জনগণ তথা দেশ ও জাতি প্রতারনার হাত থেকে রক্ষা পাবে।দৈনিক জাতির সময় পত্রিকার একজন সিনিয়র স্টাফ রিপোর্টার বলেন যে, ফেসবুক পেজে ক্রয়-বিক্রয়ের ফাঁদে পা দিয়ে সাধারণ জনগণ তরুন ছাত্র/ছাত্রী,পেশাজীবি সাংবাদিক,বিভিন্ন পর্যায়ের চাকুরী জীবিগন,ইউটিউববার,সোশাল মিডিয়ার সঙ্গে বিভিন্ন জড়িত আউটসোর্সিং এর পেশাদারগন নানা ভাবে প্রতারনার স্বীকার হচ্ছেন বলে একাধিক সুত্রমতে জানাগেছে।এই চক্রটির সঙ্গে প্রতারনা মুলক কাজে ওতোপ্রোতো ভাবে জড়িত একজন ডেলিভারি ম্যান।যাহার মোবাইল নাম্বার ০১৮৫১২৫৮৯২৭।তারা দুজনেই প্রতারনার কাজে ওতোপ্রোতো ভাবে জড়িত আছে। যার প্রমান স্বরুপ তাদের ব্যাবহৃত ভিজিটিং কার্ড,বিকাশ নাম্বার,ডেলিভারি নাম্বার উপরে উল্লেখ করা হয়েছে।সাধারণ জনগণের দাবি এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।সচেতন মহল মনে করেন,বাংলাদেশের মমতাময়ী মাতা সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধুর তনয়া ডিজিটাল বাংলাদেশ এর রুপকার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে বর্তমানের উপযুক্ত তথ্য প্রযুক্তিই যথেষ্ট। এই প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।
কপিরাইট :দৈনিক চলনবিল প্রতিদিন,The Daily Chalonbeelpratidin.com
ইপেপার:দৈনিক চলনবিল প্রতিদিন