শফিকুল ইসলামঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করে আওয়ামী লীগ কে নিশ্চিন্ন করাই ছিলো ২১ আগষ্টের গ্রেনেড হামলার মুল লক্ষ্য। সোমবার ২১/৮/২৩ আগষ্ট তাড়াশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতারা একথা বলেন। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসনে আরা লাভলীর সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ড. হোসেন মুনসুর, ব্রিগেঃ নজরুল হাসান মানিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম, তাড়াশ পৌরসভার মেয়র আঃ রাজ্জাক। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি ও সাধারণ সম্পাদক সবিতা রানি টুনি, উপজেলা ছাএলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়ামাহফিল ও মোনাজাত করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ