ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চ ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি লঞ্চ কে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২ থেকে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুর।
অভিযানে কর্ণফুলী ১৪ লঞ্চ কে পরিষ্কার পরিচ্ছন্নতা, লাইফ জ্যাকেট ও লাইট বয়া পর্যন্ত পরিমাণ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। খিজির ৮ লঞ্চকে ভাড়ার চাট , লাইফ জ্যাকেট ও লাইফ বয়া না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ক্রিস্টাল ক্রসকে একই অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার দীপক ত্রিপুরা বলেন ঈদকে সামনে রেখে কোন কোনভাবে যেন যাত্রীদের হয়রানি না করা হয় এবং লঞ্চ কর্তৃপক্ষরা যাতে সকল নিয়ম যথাযথভাবে পালন করে সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে জনগণের স্বার্থে আমাদের এই অভিযান ঈদের পর পর্যন্ত অব্যাহত থাকবে যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি এসে ঈদ পালন করে আবার নিরাপদে গন্তব্যে ফিরে যেতে পারে । অতিরিক্ত ভাড়া দেওয়ার বিষয় জানতে চাইলে প্রশাসনের এই কর্মকর্তা জানান বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি অভিযোগ বলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট :দৈনিক চলনবিল প্রতিদিন,The Daily Chalonbeelpratidin.com
ইপেপার:দৈনিক চলনবিল প্রতিদিন