সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অন্তর্ভুক্ত ৩নং সগুনা ইউনিয়নের ১নং ওয়ার্ডর জনগণের জীবন যাত্রা ভীষণ দূর্বি সহ!জনমনে ক্ষোভ!

চলনবিল নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার অন্তর্ভুক্ত ৩নং সগুনা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ১নং ওয়ার্ডের আওতাধীন সান্দুরিয়া,ধাপতেতুলিয়া,প্রতিরামপুর,ভেঁটুয়া, ঝিনাপাড়া,সহ আশেপাশের একাধিক গ্রামের কৃষি নির্ভর জনতা,ছাত্র-শিক্ষক,ব্যাবসায়ী সহ হাজার হাজার  সাধারণ জনতার চলাচলের একমাত্র কাঁচা রস্তাটি পাকাকরণ করনের জন্য  দীর্ঘ ৪০ বছর যাবৎ সকল সরকারের জন প্রতিনিধি, এমপি,মন্ত্রী এমনকি সকল দায়িত্বশীল নির্বাচিত চেয়ারম্যানগন তাড়াশ বারুহাস সংলগ্ন হেদারখাল হতে কুন্দইল ইউনিয়ন পরিষদ হয়ে বোনপাড়া বিশ্বরোড পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণ করে দেওয়ার কথা বলে সাধারণ জনগনের ভোট নিয়ে বারংবার শুধু ছলচাতুরী এবং প্রতারনারই করে গেছেন।আসলে কেউ কথা রাখেননি।দৈনিক চলন বিল পত্রিকার স্টাফ রিপোর্টারকে শতশত মানুষ বলেছেন, “আমরা সকলের নিকট শুধুই হেয়প্রতিপন্ন ।আমাদপরকে আসলে কেউ ভালোবাসে না।আমরা মনেপ্রানে ভালোবেসে বাংলাদেশের মমতাময়ী মাতা সফল রাষ্ট্র নায়ক ডিজিটাল বাংলাদেশ এর রুপকার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর গনতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন দেখ হাসিনার দেওয়া নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছিলাম। ভোটের আগে তাড়াও সাধারণ জনগনকে প্রতিশ্রুতি দিয়ে ছিলো যে,নির্বাচিত হওয়ার পড়ে প্রথমেই উল্লে খিত কাঁচা রাস্তাটি পাকাকরণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন (তড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) সিরাজগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয়। তিনি সান্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাজার হাজার উপস্থিত দর্শকের সামনে বলেছি লেন,আগামী ১বছরের মধ্যে  উক্ত রাস্তাটি পাকা করন করে দেব,ইনশা আল্লাহ। পক্ষান্তরে বাংলাদেশ আওয়ামীলীগের  দীর্ঘ ১৫ বছরেও উক্ত কাঁচা রাস্তাটি পাকা করন করা হয়নি।উক্ত রাস্তাটি পাকাকরণ করা না হলে অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয় কে বয়কট করার ঘোষণা দিয়েছেন সাধারন জনগণ ।দলমত নির্বীশেষে অত্র এলাকার সর্বস্তরের ভোটার গণ বাংলাদেশের মমতাময়ী মাতা সফল রাষ্ট্র নায়ক ডিজিটাল বাংলাদেশের আবিষ্কারক উন্নয়নের রোল মডেল ১৮ কোটি মানুষের শেষ ঠিকানা বঙ্গবন্ধু তনয়া মানবতার মা বিশ্বনেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন অত্র কৃষি নির্ভর এলাকার  সাধারণ মানুষ।উক্ত কাঁচা রাস্তাটি পাকাকরণ করা হলে চলনবিলের কৃষকের ভাগ্য খুলে যাবে হতাশা হাহাকার দূর হবে।উন্নয়নের জোয়ারে ঢেউ লাগবে বাংলাদেশ আওয়ামীলীগের পাল তোলা নৌকায়।আর যদি উক্ত কাঁচা রাস্তাটি পাকাকরণ করা না হয় তাহলে সিরাজগঞ্জ-৩ আসনের নৌকার পক্ষে হয়তবা নেমে আসতে পাড়ে করুন দশা।

পোস্টটি শেয়ার করুনঃ